Friday, February 3, 2012

সেলফোন থেকে অডিও ফাইল কনভার্ট

সেলফোনের মাধ্যমে যে কোনো অডিও ফাইলের সাইজ কমানো বা ফাইলের ফরম্যাট পরিবর্তন করা যায়। তবে সেলফোনের মিউজিক প্লেয়ার অধিকাংশ অডিও ফরম্যাট সমর্থন করে না। এক্ষেত্রে অপরিচিত অডিও ফাইলকে এমপিথ্রি ফরম্যাটে পরিবর্তন না করলে তা সেলফোনে চালানো যায় না। চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেলফোন থেকেই ফাইল রূপান্তর করা যায়।

Thursday, February 2, 2012

উইন্ডোজ ৭-এ দ্রুত টাস্কম্যানেজার

উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা খুব সহজেই উইন্ডোজ টাস্কম্যানেজার ব্যবহার করতে পারেন। এ জন্য কম্পিউটারে যেকোনো প্রোগ্রাম ব্যবহারের সময় কিবোর্ডে  Shift + Ctrl + Esc  চাপতে হবে।

লুনাস্কেপ হতে পারে আপনার পছন্দের শক্তিশালী INTERNET ব্রাউজার

ওয়েব কনটেন্ট যথার্থভাবে দেখার জন্য প্রয়োজন একটি ভালো মানের ইন্টারনেট ব্রাউজার। এক্ষেত্রে তিনটি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি ব্রাউজার লুনাস্কেপ ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরারের ট্রাইডেন্ট, ফায়ারফক্সের জিকো ও গুগল ক্রোমের ওয়েবকিট ইঞ্জিনের সমন্বয়ে এটি হয়ে উঠেছে একটি শক্তিশালী ওয়েব ব্রাউজার। ফলে প্রায় ব্রাউজারের সুবিধাই পাওয়া যাবে লুনাস্কেপে।

সিডি ড্রাইভ/পেনড্রাইভের আইকন ডেস্কটপে নিয়ে আসুন

কম্পিউটারে সিডি অথবা পেনড্রাইভ ঢোকালে অনেক সময় মাই কম্পিউটারে ঢুকে তা ওপেন করতে হয়ইচ্ছে করলে আপনি Desktop media নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ ওপেন করতে পারবেনমাত্র ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই LINK থেকে  DOWNLOAD  করুন।

Sunday, January 29, 2012

Creating an Infrared Effect using Photoshop


Infrared photography is the technique of capturing light not visible to the naked eye. Infrared (IR) light lies between the visible spectrum and radio waves. The look of these IR photos is distinct and can be stunning. In this tutorial, we are going to create a fake an IR effect with Adobe Photoshop.

Read More...