সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগলের নতুন সামাজিক সাইট হচ্ছে গুগল প্লাস। যারা
ফেসবুক ব্যবহার করেন এবং বর্তমানে গুগল প্লাস ব্যবহার করছেন তারা হয়তো চান
তাদের ফেসবুকের অ্যালবাম সহ ছবিগুলো যদি গুগল প্লাসে দেওয়া যেত তাহলে বেশ
হতো।
Friday, January 27, 2012
আপনার facebook অ্যাকাউন্টে security setting সেট করুন
ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে
আপনার facebook অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে
click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি
আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন
বাংলাদেশে নতুনভাবে ক্লিকসেন্স নামের পিটিসি সাইট।
Thursday, January 26, 2012
পাওয়ার পয়েন্টে টেক্সট স্থানান্তর
মাইক্রোসফট
পাওয়ার পয়েন্টে টেক্সটকে খুব সহজেই মাঝখান থেকে ডান অথবা বাঁ প্রান্তে
স্থানান্তর করা সম্ভব। তাই পাওয়ার পয়েন্ট চালু থাকা অবস্থায় কোনো টেক্সটকে
ডানে নিতে Ctrl + R এবং বাঁয়ে নিতে Ctrl + L চাপতে হবে। এ ছাড়া সরাসরি
মাঝখানে টেক্সট আনতে Ctrl + E চাপতে হবে।
মুঠোফোনে ইন্টারনেটের গতি কত জেনে নিন
আপনি হয়তো স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এখন জানতে চাচ্ছেন মুঠোফোনে
যে কোম্পানির ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন, তারা আপনাকে কত গতি দিচ্ছে?
এটা জানা যাবে বেশ সহজেই। এ জন্য আপনাকে ‘স্পিড টেস্ট’ নামের একটি ছোট্ট
সফটওয়্যার ব্যবহার করতে হবে।
ইন্টারনেটের সত্যিকারের গতি পরীক্ষা করে দেখতে চান
ইন্টারনেট সংযোগে স্পিড কত পাচ্ছেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) প্রতিশ্রুত গতি দিচ্ছে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন। এখন পরীক্ষা করে দেখতে চান আপনার ইন্টারনেটের সত্যিকারের গতি। এটা আপনি খুব সহজেই করতে পারেন।
এ জন্য যেতে হবে www.speedtest.net ওয়েব ঠিকানায়।
Subscribe to:
Posts (Atom)