Tuesday, February 21, 2012

বাংলা টাইপিং সহজ করে দেবে গুগল ফোনেটিক বাংলা কিবোর্ড



ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রায়ই আমাদের বাংলা টাইপ করতে হয় । বাংলা টাইপের জন্য আমরা অভ্র বা বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকিগুগলের যে ফোনেটিক বাংলা কিবোর্ড রয়েছে তা কি কখনো ব্যবহার করেছেন ? কেন ব্যবহার করবেন ?

সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং খুবই সুন্দরভাবে সাজানো।এটি আপনার কাংখিত শব্দগুলো যথার্থ ভাবে উচ্চারনের বানানে রুপ দেবে,যেমন-
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)
২. এই কিবোর্ড যথার্থভাবে শব্দ সাজেস্ট করতে পারে ।যেমন,আপনার লিখিত অক্ষর টাইপ করার সাথে সাথে গুগল তার ডাটাবেস স্বয়ংক্রীয়ভাবে ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দের তালিকা দেখাবে ।
তাহলে আর দেরী না করে অত্যন্ত প্রয়োজনঅয় এই কিবোর্ডটি এখান থেকে টেস্ট করে নিন-
যদি কিবোর্ডটি আপনার ভাল লাগে তাহলে এখান থেকে ডাওনলোড করতে পারেন-
http://www.google.com/transliterate/indic/Bengali
ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন-
ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে -http://www.google.com/ime/transliteration/help.html#installation



No comments:

Post a Comment