Saturday, March 10, 2012

টিপস: ভুল রান কমান্ড মুছে ফেলুন

অনেক সময় উইন্ডোজের Run কমান্ডে আমরা ভুল কমান্ড লিখে ফেলি। কিন্তু পরে আর সেই ভুল কমান্ড Run থেকে সরাতে পারি না। ইচ্ছে করলে খুব সহজেই Run-এ লেখা যেকোনো কমান্ড মুছতে পারেন।

টিপস: কম্পিউটারের গতি বড়িয়ে নিন-অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল জমে থাকার কারণে কম্পিউটারের গতি কমে যায়। এগুলো মুছতে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Manage অপশনে ক্লিক করুন।

Thursday, March 8, 2012

ভিজ্যুয়ালবি সফটওয়্যারটি প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহার করুন


বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে জানাতে প্রেজেন্টশন তৈরি করা হয়। পেজেন্টেশন তৈরিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তবে এ সমস্যা এড়াতে ব্যবহার করা যায় 'ভিজ্যুয়ালবি'। ভিজ্যুয়ালবি হচ্ছে পাওয়ার পয়েন্টে নতুন টেমপ্লেট, ছবি, ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে স্বয়ংক্রিয় গ্রাফিক্স ডিজাইন টুলস। সফটওয়্যারটি প্রেজেন্টেশনের ধরন অনুযায়ী এর নিজস্ব লাইব্রেরি বা ডিজাইন ব্যাংক থেকে প্রয়োজনীয় ডিজাইনটির সাজেশন প্রদান করে। ফলে যে কেউ এটি ব্যবহার করতে পারেন। স্টাইল অপশনের মাধ্যমে তৈরি করা প্রেজেন্টেশন কেমন হবে সেটি আগে থেকেই দেখা যায়। একেক স্টাইলে রয়েছে একেক ধরনের ছবি. ব্যাকগ্রাউন্ড ও কালার কম্বিনেশন। সফটওয়্যারটি ইনস্টল করলে মাই লাইব্রেরি নামে একটি নিরাপদ ফোল্ডার তৈরি হয়। যেখানে পছন্দের ছবি, টেমপ্লেট, লেআউট সংরক্ষণ করে রাখা যায়। সহজভাবে প্রেজেন্টেশনের জন্য রয়েছে শর্টকাট কি। এটি প্রিমিয়ামের পাশাপাশি বিনামূল্যেও ব্যবহার করা যায়। টুলসটি www.visualbee.com/download.html থেকে ডাউনলোড করা যাবে।

Sunday, March 4, 2012

আয় করুন neobux নামক পিটিসি সাইটে join করে

 




Neobux নামক পিটিসি সাইটটি বিগত পাঁচ বছর যাবৎ  সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে । আপনি ও Neobux নামক পিটিসি সাইটে  join করে আয় করুন।
 
নিম্নের লিংক থেকে Free  একাউন্ট করুন