Saturday, April 28, 2012


ক্লিকসেন্স - এর নতুন অফার


জনপ্রিয় পিটিসি সাইট বা ক্লিক করে আয়ের সাইটগুলির মধ্যে ক্লিক্সসেন্স অন্যতম। বিজ্ঞাপনে ক্লিক করে আয়ের পাশাপাশি কিছুদিন আগে সেখানে টাস্ক নামে মাইক্রোওয়ার্ক যোগ করা হয়েছিল। এখন অফার নামে আরো কিছু কাজ বা মাইক্রোওয়ার্ক যোগ করা হয়েছে।
নতুন অফারগুলির মধ্যে আছে সার্ভে, শপিং, সাইনআপ, ডাউনলোড, গেম এবং ফ্রি।
নাম থেকে ধারনা করতে পারেন এদের কাজ সম্পর্কে। সার্ভে অফারের জন্য কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করে জরিপ করতে হবে, শপিং অফারে কিছু কিনলে তারা বোনাস হিসেবে কিছু দেবে, সাইনআপে বিনামুল্যে কোন সাইটের সদস্য হলে টাকা পাওয়া যাবে, ডাউনলোডে কিছু ডাউনলোড করার জন্য অর্থ পাওয়া যাবে, গেম খেলার জন্য টাকা পাওয়া যাবে ইত্যাদি।
ক্লিকসেন্সে বিনামুল্যে সদস্য হয়ে কাজ করা যায়্ এছাড়া বছরে ১৭ ডলার দিয়ে প্রিমিয়াম সদস্যপদ কিনলে আয় আরো বেশি। আয়ের টাকা দিয়ে সদস্যপদ কেনা যায়।
টাকা উঠানোর জন্য ১০ ডলার জমা হতে হয়। টাকা পাওয়া যায় এলার্ট-পে এবং পেপলের মাধ্যমে। এছাড়া ১০০ ডলার জমা হলে ব্যাংকচেকের মাধ্যমেও টাকা নেয়া যায়।

তাদের ঠিকানা :  http://www.clixsense.com