Saturday, March 10, 2012

টিপস: ভুল রান কমান্ড মুছে ফেলুন

অনেক সময় উইন্ডোজের Run কমান্ডে আমরা ভুল কমান্ড লিখে ফেলি। কিন্তু পরে আর সেই ভুল কমান্ড Run থেকে সরাতে পারি না। ইচ্ছে করলে খুব সহজেই Run-এ লেখা যেকোনো কমান্ড মুছতে পারেন।
এ জন্য Star/run-এ গিয়ে Regedit লিখে Enter চাপুন। এখন HKEY_USERS\.Default\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RunMRU অপশনে যান। খেয়াল করুন, ডান পাশে রান কমান্ডের একটা তালিকা দেখা যাচ্ছে। এখান থেকে ভুল কমান্ড মুছতে কমান্ডটি নির্বাচন করে মাউসের ডানে ক্লিক দিয়ে delete দিতে হবে।

No comments:

Post a Comment