বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে জানাতে প্রেজেন্টশন তৈরি করা হয়।
পেজেন্টেশন তৈরিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা না
থাকলে ভোগান্তিতে পড়তে হয়। তবে এ সমস্যা এড়াতে ব্যবহার করা যায়
'ভিজ্যুয়ালবি'। ভিজ্যুয়ালবি হচ্ছে পাওয়ার পয়েন্টে নতুন টেমপ্লেট, ছবি,
ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে স্বয়ংক্রিয় গ্রাফিক্স ডিজাইন টুলস। সফটওয়্যারটি
প্রেজেন্টেশনের ধরন অনুযায়ী এর নিজস্ব লাইব্রেরি বা ডিজাইন ব্যাংক থেকে
প্রয়োজনীয় ডিজাইনটির সাজেশন প্রদান করে। ফলে যে কেউ এটি ব্যবহার করতে
পারেন। স্টাইল অপশনের মাধ্যমে তৈরি করা প্রেজেন্টেশন কেমন হবে সেটি আগে
থেকেই দেখা যায়। একেক স্টাইলে রয়েছে একেক ধরনের ছবি. ব্যাকগ্রাউন্ড ও কালার
কম্বিনেশন। সফটওয়্যারটি ইনস্টল করলে মাই লাইব্রেরি নামে একটি নিরাপদ
ফোল্ডার তৈরি হয়। যেখানে পছন্দের ছবি, টেমপ্লেট, লেআউট সংরক্ষণ করে রাখা
যায়। সহজভাবে প্রেজেন্টেশনের জন্য রয়েছে শর্টকাট কি। এটি প্রিমিয়ামের
পাশাপাশি বিনামূল্যেও ব্যবহার করা যায়। টুলসটি www.visualbee.com/download.html থেকে ডাউনলোড করা যাবে।

No comments:
Post a Comment