Thursday, January 26, 2012

ইন্টারনেটের সত্যিকারের গতি পরীক্ষা করে দেখতে চান

ইন্টারনেট সংযোগে স্পিড কত পাচ্ছেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) প্রতিশ্রুত গতি দিচ্ছে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন। এখন পরীক্ষা করে দেখতে চান আপনার ইন্টারনেটের সত্যিকারের গতি। এটা আপনি খুব সহজেই করতে পারেন। এ জন্য যেতে হবে www.speedtest.net ওয়েব ঠিকানায়।
স্পিড টেস্ট ওয়েবসাইটে গিয়ে ‘বিগিন টেস্ট’ ট্যাবে ক্লিক করতে হবে। তাহলে ইন্টারনেট থেকে একটি ছোট্ট আকারের ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হলেই ডাউনলোড স্পিড দেখাবে। এরপর ওই একই ফাইল সক্রিয়ভাবে আপলোড শুরু হবে। সেখান থেকেই মিলবে আপলোড স্পিড। মনে রাখবেন, স্পিড দেখাবে ‘মেগাবিট/সেকেন্ড’ (মেগাবাইট নয়। এক মেগাবাইট= আট মেগাবিট)। স্পিড টেস্টের ফলাফলে কোনো ভুল হয়েছে মনে করলে ‘টেস্ট অ্যাগেইন’ লিংকে ক্লিক করে আবার যাচাই করে দেখতে পারেন ইন্টারনেটের স্পিড। নিজের ইন্টারনেট সংযোগের স্পিডের সঙ্গে অন্য কোনো সার্ভারের স্পিড তুলনা করতে চাইলে ‘কম্পেয়ার ইওর রেজাল্ট’-এ ক্লিক করলেই হবে। এরপর নিজের ইন্টারনেট সংযোগকে ‘রেট’ করতেও পারবেন। সেই সঙ্গে নিজের আগের ফলাফলও তুলনা করে দেখতে পারবেন নতুন ফলাফলের সঙ্গে। তবে একটি কথা, ইন্টারনেটের স্পিডের সঠিক ফলাফল পাওয়ার জন্য স্পিড টেস্ট চলার সময় ওয়েব ব্রাউজিং, ডাউনলোড বা অন্য কিছু আপডেট করা থেকে বিরত থাকুন। আপনি চাইলে ব্যক্তিগত ওয়েবসাইটে ‘স্পিড টেস্ট’ গ্যাজেট যুক্ত করতে পারেন এ www.speedtest.net/mini.php লিংক থেকে। তাহলে আপনার সাইটের ভিজিটররা আপনার সাইট থেকেই এ সেবা পাবে। স্পিড টেস্টের যাবতীয় সেবা একেবারেই বিনা মূল্যে পাওয়া যায়। —ফয়সাল হাসান

No comments:

Post a Comment