Thursday, January 26, 2012

পাওয়ার পয়েন্টে টেক্সট স্থানান্তর

মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টেক্সটকে খুব সহজেই মাঝখান থেকে ডান অথবা বাঁ প্রান্তে স্থানান্তর করা সম্ভব। তাই পাওয়ার পয়েন্ট চালু থাকা অবস্থায় কোনো টেক্সটকে ডানে নিতে Ctrl + R এবং বাঁয়ে নিতে Ctrl + L চাপতে হবে। এ ছাড়া সরাসরি মাঝখানে টেক্সট আনতে Ctrl + E চাপতে হবে।

No comments:

Post a Comment