Friday, January 27, 2012

আপনার facebook অ্যাকাউন্টে security setting সেট করুন

ধরে ফেলুন আপনার অজান্তে আপনার facebook অ্যাকাউন্টে login কারীকে

আপনার facebook অ্যাকাউন্টে login করে ডান পাশে কর্ণারে Home বাটন এর পাশে click করুন, সেখান থেকে Account Settings এ click করুন, এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন
এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification এ দুটি অপশন Enable করে নিন, তাহলে যখন ই আপনি কিংবা অন্য কেউ আপনার অ্যাকাউন্টে login করবে সাথে সাথে আপনার মোবাইলে এবং ইমেইলে মেসেজ চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।

No comments:

Post a Comment