Thursday, February 2, 2012

লুনাস্কেপ হতে পারে আপনার পছন্দের শক্তিশালী INTERNET ব্রাউজার

ওয়েব কনটেন্ট যথার্থভাবে দেখার জন্য প্রয়োজন একটি ভালো মানের ইন্টারনেট ব্রাউজার। এক্ষেত্রে তিনটি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি ব্রাউজার লুনাস্কেপ ব্যবহার করা যেতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরারের ট্রাইডেন্ট, ফায়ারফক্সের জিকো ও গুগল ক্রোমের ওয়েবকিট ইঞ্জিনের সমন্বয়ে এটি হয়ে উঠেছে একটি শক্তিশালী ওয়েব ব্রাউজার। ফলে প্রায় ব্রাউজারের সুবিধাই পাওয়া যাবে লুনাস্কেপে।
হালকা ও গতিময় এই ব্রাউজারটি ফায়ারফক্সসহ সব ব্রাউজারের অ্যাড-অন সমর্থন করে। অ্যাড-অন স্টোর অথবা কম্পিউটারে অন্য ব্রাউজার সেটআপ করা থাকলে এগুলো থেকে সহজেই অ্যাড-অন ইমপোর্ট করা যায়। এতে রয়েছে শর্টকাট সুবিধা। জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর পাশাপাশি প্রয়োজনীয় অনেক সাইটেই সরাসরি সার্চের সুবিধা রয়েছে। ডেস্কটপ গেজেটের আদলে এতে রয়েছে ফ্লটিং সাইডবার। ফলে ব্রাউজার থেকে আলাদাভাবে বা অন্য কোনো মনিটরে এই সাইডবারগুলো দেখা যাবে। কাস্টমাইজ সুবিধা থাকায় নিউজ ফিড ছাড়াও অন্য ফিচারগুলো সহজেই সাজিয়ে নেওয়া যায়। ব্রাউজারটি বিনামূল্যে এই LINK থেকে www.lunascape.tv/Download.aspx থেকে ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment