Thursday, February 2, 2012

সিডি ড্রাইভ/পেনড্রাইভের আইকন ডেস্কটপে নিয়ে আসুন

কম্পিউটারে সিডি অথবা পেনড্রাইভ ঢোকালে অনেক সময় মাই কম্পিউটারে ঢুকে তা ওপেন করতে হয়ইচ্ছে করলে আপনি Desktop media নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ ওপেন করতে পারবেনমাত্র ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই LINK থেকে  DOWNLOAD  করুন।
এখন জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুনএর পর থেকে সিডি বা পেনড্রাইভ পিসিতে ঢোকালে ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকার্ট আইকন চলে আসবেতবে আপনি ইচ্ছে করলে অন্যান্য ড্রাইভের আইকনও ডেস্কটপে আনতে পারেন
খেয়াল করুন, নিচে ডান পাশে Desktop media নামের একটি আইকন এসেছেআইকনে ক্লিক করে Option-এ যান, কোন কোন ড্রাইভ পিসিতে সংযুক্ত হলে তার শর্টকার্ট আইকন স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপে আসবে তা এখান থেকে নির্বাচিত করা যাবে

No comments:

Post a Comment