Friday, February 3, 2012

সেলফোন থেকে অডিও ফাইল কনভার্ট

সেলফোনের মাধ্যমে যে কোনো অডিও ফাইলের সাইজ কমানো বা ফাইলের ফরম্যাট পরিবর্তন করা যায়। তবে সেলফোনের মিউজিক প্লেয়ার অধিকাংশ অডিও ফরম্যাট সমর্থন করে না। এক্ষেত্রে অপরিচিত অডিও ফাইলকে এমপিথ্রি ফরম্যাটে পরিবর্তন না করলে তা সেলফোনে চালানো যায় না। চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেলফোন থেকেই ফাইল রূপান্তর করা যায়।
এ জন্য প্রথমে http://bit.ly/audconv ঠিকানার সাইট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেলফোনে ইনস্টল করতে হবে। এবার যে অডিও ফাইলটি কনভার্ট করতে ইচ্ছুক সেটি ফোন মেমোরির রুট ফাইলে রাখতে হবে [অর্থাৎ C:/ অথবা E:/ ড্রাইভ]। অ্যাপিল্গকেশনটি ওপেন করে browse থেকে অডিও ফাইলটি দেখিয়ে দিয়ে convert-এ ক্লিক করতে হবে। ডিফল্ট কিংবা যে মোডে এটি রূপান্তর করতে ইচ্ছুক তা নির্দিষ্ট করে দিতে হবে। এএসি বা এমপিথ্রি ফরম্যাট নির্বাচন করা যেতে পারে। কারণ এ দুটি ফরম্যাট সাধারণত সব ধরনের সেলফোনেই চলে। এখানে সাউন্ডের ধরন, বিটরেট, স্যাম্পল রেট, ফাইলটির দৈর্ঘ্য ইত্যাদি নির্ধারণ করে 'ওকে' বাটন চাপলেই ফাইলটি কনভার্ট শুরু হবে। কনভার্ট হলে ফাইলটি সেলফোনের মেমোরির রুট ড্রাইভে পাওয়া যাবে।

No comments:

Post a Comment